Logo

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছরে পূর্ণ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
১ ডিসেম্বর, ২০২৫, ১৯:০৭
24Shares
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছরে পূর্ণ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল
ছবি: প্রতিনিধি

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তিতে খাগড়াছড়ি সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি সূর্যশিখা ক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে চেঙ্গী স্কোয়ারে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি জ্ঞান প্রিয় চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জেসলেন চাকমা। এছাড়া পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট) এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মায়া চৌধুরী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, চুক্তি স্বাক্ষরের ২৮ বছর অতিক্রান্ত হলেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। তারা অভিযোগ করেন, চুক্তির মাধ্যমে জুম্ম জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত হওয়ার কথা থাকলেও বাস্তবে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক হামলা, ভূমি বেদখল এবং সশস্ত্র সংঘাতের ঘটনা অব্যাহত রয়েছে। বক্তারা সরকারের কাছে দ্রুত চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশে উত্থাপিত ৮ দফা দাবি:

বিজ্ঞাপন

১. ভূমি কমিশনের বিধিমালা প্রণয়ন ও দ্রুত বিচারিক কার্যক্রম শুরু।

২. পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে "১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি" কার্যকর রাখা।

৩. আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে প্রশাসন, স্থানীয় পুলিশ, ভূমি ব্যবস্থাপনা ও সামাজিক বিচার কার্যাবলী হস্তান্তর।

বিজ্ঞাপন

৪. স্থায়ী বাসিন্দাদের ভিত্তিতে ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন আয়োজন।

৫. প্রত্যাগত জনসংহতি সমিতির সদস্যদের যথাযথ পুনর্বাসন।

৬. প্রত্যাগত উপজাতীয় শরনার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসন।

বিজ্ঞাপন

৭. পার্বত্য চট্টগ্রামসহ সমতলের আদিবাসীদের জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রদান।

৮. চুক্তি বাস্তবায়নের জন্য রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু ২৮ বছর পরও বাস্তবায়নের ক্ষেত্রে নানা জটিলতা ও বিলম্ব দেখা দিয়েছে। ভূমি সমস্যা, প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর, পুনর্বাসন কার্যক্রম এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি—সবগুলোই এখনো অসম্পূর্ণ রয়ে গেছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা মনে করেন, চুক্তি বাস্তবায়নের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ও সময়সীমা নির্ধারণ জরুরি। অন্যথায় পাহাড়ে আস্থাহীনতা ও অস্থিরতা আরও দীর্ঘায়িত হবে। সমাবেশে উত্থাপিত দাবিগুলো মূলত চুক্তির অঙ্গীকারগুলোকে বাস্তবায়নের আহ্বান, যা পাহাড়ি জনগণের রাজনৈতিক অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD