ফেনীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ফেনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
সোমবার বিকেলে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম (ডিএসবি) , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসুম এবং জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: থানচিতে নতুন বাস টার্মিনাল চালু
বিজ্ঞাপন
সভায় পুলিশ সুপার সফিকুল জানান, সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিঠ-ওপিঠ। আমরা উভয়ই সব সময় দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করি।
ফেনীবাসীকে আগামী দিনগুলোতে যেন সকলের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা দিতে পারি এবং আসন্ন নির্বাচনে যেন ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই।
তিনি আরও বলেন, জেলায় অনিবন্ধিত সিএনজি, থ্রি হুইলার যেন চলাচল করতে না পারে এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। চেষ্টা করব মানুষ যেন পুলিশের উপর আস্থা পায়।








