থানচিতে নতুন বাস টার্মিনাল চালু

বান্দরবানের থানচিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত নতুন বাস টার্মিনাল আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে উপযুক্ত টার্মিনালের অভাবে এলাকাবাসী ও যাত্রীদের যে ভোগান্তি পোহাতে হচ্ছিল, অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।
সোমবার (১ ডিসেম্বর) নতুন বাস টার্মিনাল চালু হওয়ায় যাত্রীদের জন্য তৈরি হয়েছে সহজ ও নিরাপদ পরিবহন সুবিধা। আগে যাত্রীদের জন্য ছিলনা ওয়াস রুম, মহিলাদের জন্য বসার জায়গা। যাত্রীদের জন্য ছিল অসুবিধা ও ঝুঁকি। বিশেষ করে বর্ষাকালে সড়কপথে যানবাহন ওঠানামা ছিল আরও দুরূহ।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট। নতুন টার্মিনালে যাত্রীদের জন্য অপেক্ষাগার, টিকিট কাউন্টার, মাতৃদুগ্ধ পান কর্ণার, শৌচাগারসহ মৌলিক সুবিধা রয়েছে। এতে থানচির অভ্যন্তরীণ ও আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানান, উন্নয়ন বোর্ডের মাধ্যমে নির্মিত বাস টার্মিনালটি এলাকাবাসীর ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যটনসমৃদ্ধ থানচি উপজেলায় পর্যটকদের যাতায়াত সুবিধাও এখন আরও উন্নত হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা
বিজ্ঞাপন
যাত্রীরা আশা করছেন, নতুন বাস টার্মিনালকে কেন্দ্র করে থানচির পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও মানোন্নয়ন আরও বৃদ্ধি পাবে। উপজেলা কর্তৃপক্ষ ও পরিবহন মালিক-শ্রমিকরা একযোগে এই সেবা সুষ্ঠুভাবে বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।








