Logo

কাউনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
রংপুর
৫ ডিসেম্বর, ২০২৫, ১৮:২৩
5Shares
কাউনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বালাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে জাতীয় নির্বাচনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব কাউনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা উপদ্ব্যক্ষ এটিএম আজম খান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও সংসদ সদস্য প্রার্থী (কাউনিয়া–পীরগাছা), রংপুর–৪।

বিজ্ঞাপন

প্রধান আলোচক ছিলেন মাওলানা এনামুল হক, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা ও চেয়ারম্যান প্রার্থী মিঠাপুকুর উপজেলা।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম সরকার, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাউনিয়া উপজেলা শাখা।

সংগঠন পরিচালনা করেন মো. আব্দুর রহিম, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বালাপাড়া ইউনিয়ন শাখা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিরপুর উত্তরা ওয়ার্ড শাখা, মিরপুর, ঢাকা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের জাতীয় স্বার্থ রক্ষায় জুলাই মাসে জারিকৃত জাতীয় সনদ বাস্তবায়ন এবং উচ্চ আদর্শের ভিত্তিতে গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা জরুরি। তারা আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোটাধিকার ও জনগণের অংশগ্রহণ নিশ্চিতে কার্যকর ভূমিকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শান্তিপূর্ণভাবে সভা সমাপ্ত হয়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD