কাপাসিয়ায় ছাত্র–যুব সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. সালাহউদ্দিন আইউবী।
বিজ্ঞাপন
সমাবেশে বিশেষ আকর্ষণ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর জিএস এস এম ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মোঃ জাহাঙ্গীর আলম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নায়েবে আমীর মাওলানা সেফাউল হক।
এছাড়া আরও বক্তব্য দেন—
১. ইয়াসিন আরাফাত, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা
বিজ্ঞাপন
২. রেজাউল ইসলাম, সভাপতি, ছাত্রশিবির গাজীপুর মহানগর
৩. মু. ইকবাল কবির, সভাপতি, ছাত্রশিবির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী
৪. মাওলানা ফরহাদ মোল্লা, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা
বিজ্ঞাপন
আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শিক উন্নয়নের পথে উদ্বুদ্ধ করতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কাপাসিয়ার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও যুবসমাজ অংশগ্রহণ করেন।








