Logo

মাওলানা নিজামী ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন: সাদিক কায়েম

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
৫ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫৮
9Shares
মাওলানা নিজামী ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন: সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, দিল্লির দালালরা আধিপত্য বিস্তার করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল। জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সবসময় আধিপত্যবাদী দিল্লির বিরুদ্ধে কথা বলতেন এবং লড়াই চালিয়ে যেতেন।

বিজ্ঞাপন

ভারতের অবিচারের বিরুদ্ধে কথা বলাই ছিল তার দোষ। দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় এক টাকার দুর্নীতিও তিনি করেননি এটি কেউ প্রমাণ করতে পারেনি।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে পাবনার সাঁথিয়ার ফুটবল মাঠে আয়োজিত বিশাল ছাত্র ও যুব সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, সীমান্তে অসংখ্য বাংলাদেশিকে হত্যা করেছে ভারত। এখনও পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে। কাঁটাতারের বেড়ায় লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে। জন্ম থেকে দেখে আসছি- ভারত এ দেশে আধিপত্য ও আগ্রাসন চালিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ও শাহবাগী দালালদের রাজনীতি চলবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, তরুণদের সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা ও অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে জীবন দিতে হবে। সেদিন শহীদরা শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নেমেছিলেন। তারাই আমাদের প্রেরণার বাতিঘর। সব শ্রেণির মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।

ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে শপথ নিতে হবে। দেশের সব বিশ্ববিদ্যালয়ে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়েছে। আগামী দিনে জনগণ দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে উদগ্রীব। আগামীর দেশ হবে শহীদ তিতুমীর, শাহ জালাল ও জুলাইয়ের শহীদদের বাংলাদেশ। তরুণরা ইতোমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। তরুণরা যেভাবে রাজনীতি করতে চায়- সেই রাজনীতিই করতে হবে। কেন্দ্র দখল করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। চাঁদাবাজদের না বলতে হবে, সন্ত্রাসীদের না বলতে হবে।

বিজ্ঞাপন

সাদিক কায়েম বলেন, আগামী নির্বাচনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ভোটকেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্বও তাদেরই পালন করতে হবে। নাজিব মোমেন শহীদ নিজামীর স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে আসছেন। সাঁথিয়াকে তিনি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান। মোমিন ভাইকে ভূমিধস বিজয়ী করতে হবে। নতুন দেশে বিভাজনের রাজনীতি চলবে না। সব সম্প্রদায়ের মানুষের ন্যায্যতা নিশ্চিত করতে হবে। নৈতিকতাসম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। হাসপাতাল ও মেডিকেল সেন্টার সচল রাখতে হবে। তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিন, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ প্রমুখ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD