Logo

শরীয়তপুরে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

profile picture
জেলা প্রতিনিধি
শরীয়তপুর
৫ ডিসেম্বর, ২০২৫, ১৯:৪৫
6Shares
শরীয়তপুরে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে শিধলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় শরীয়তপুর–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর গণসংযোগ চলাকালে তারা বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম জানে আলম খোকন মাদবর। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিধলকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, জানে আলম খোকন মাদবর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯৭ সালে আব্দুর রাজ্জাকের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন এবং পরবর্তীতে তার ছেলে নাহিম রাজ্জাকের অনুসারী হিসেবে কাজ করেন। ২০১৬ সালে তিনি শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এদিন বিকেলে বিএনপি প্রার্থী মিয়াউদ্দিন আহাম্মেদ অপু গণসংযোগের সময় খোকন মাদবরের বাড়িতে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর পরপরই খোকন মাদবরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

বিজ্ঞাপন

বিএনপিতে যোগ দিয়ে জানে আলম খোকন মাদবর বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করলেও সাবেক সাংসদ নাহিম রাজ্জাক আমার জীবনে অপূরণীয় ক্ষতি করেছেন। ২০১৮ সালের নির্বাচনে আমি নৌকার প্রার্থী নাহিম রাজ্জাকের পক্ষে কাজ করিনি। আজ অপু ভাই নিজে এসে আমাকে সম্মানের মালা পরিয়েছেন—এই মালার সম্মান জীবন দিয়ে হলেও রাখবো। আগে এই এলাকা নৌকার ঘাঁটি ছিল, এখন এটিকে ধানের শীষের ঘাঁটিতে পরিণত করবো।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD