Logo

একসঙ্গে বিয়ে করলেন তিন বন্ধু

profile picture
উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫২
18Shares
একসঙ্গে বিয়ে করলেন তিন বন্ধু
ছবি প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই বিয়ে করে আলোচনায় এসেছেন তিন বন্ধু। যৌতুকপ্রথা সমাজের জন্য ব্যধি বুঝে উঠার পর থেকেই স্বপ্ন ছিল তারা যৌতুক ছাড়াই বিয়ে করবেন।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে এ স্বপ্ন পুরণ হয়েছে তাদের। ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মহাবিদ্যালয় মাঠে তাদের বিয়ের আয়োজন করে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি।

এদিন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রামের মোশারফ হোসেনের সাথে পীরগঞ্জ উপজেলার একান্নপুর গ্রামের উম্মে কুলসুম, রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচটহ গ্রামের আব্দুল্লাহিল বাকির সাথে প্রতিবেশী যদুয়ার গ্রামের সানজিদা আক্তার নুরানী এবং পঞ্চগড় জেলার মাগুড়া গ্রামের রুহুল আমিনের সাথে বোদা উপজেলার সালগ্রামের ফারজিনা আক্তারকে বিয়ে করেন।

বিজ্ঞাপন

চিলারং ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার আব্দুল কাদের জানান, এই প্রথম যৌতুক ছাড়াই তিনটি বিবাহ একসাথে রেজিষ্ট্রি করলাম। এর আগে অনেক বিয়েতে যৌতুক নিয়ে ঝগড়া-এমনকি ভেঙ্গে যাওয়ার ঘটনা চোখের সামনে ঘটেছে। তিন বন্ধুর উদ্যোগ-ইচ্ছা প্রসংশনীয়।

এই বিয়ের আয়োজন করেছেন দাতা সংস্থার জিআরটির প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম। তিনি জানান, তিন বন্ধুর যৌতুকবিহীন বিয়ের ইচ্ছা পোষণ করেছিল। আমরা তাদের বিয়ের যাবতীয় আয়োজন করেছি। সংস্থার পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে নব দম্পতিকে। যদি কেউ যৌতুক বিহীন বিয়ের ইচ্ছা পোষণ করেন, তাহলে এমন আয়োজন তারা করবেন বলে জানান তিনি।

বর মোশারফ হোসেন বলেন, মাদ্রাসায় পড়া অবস্থায় যৌতুক বিহীন করে করার স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পুরণ করেছে মহান আল্লাহ। পাশাপাশি আমার দুই বন্ধুও আমার সাথে বিয়েতে বসেছে যৌতুক ছাড়াই। কনে পক্ষের লোকজনও খুব খুশি এমন উদ্যোগে। আমরা দোয়া চাই আমাদের তিন বন্ধু ও তাদের সহধর্মিনীর জন্য।

বিজ্ঞাপন

অভিভাবকরা জানান, ছয়টি পরিবারের সিদ্ধান্তে এমন বিয়ে হচ্ছে। তাদের পরিবারগুলোতে যৌতুক বিহীন বিয়ে এর আগের হয়েছে। পরবর্তীতে যারা বিয়ে করবেন। তারা সকলেই যৌতুক মুক্ত বিয়ে করতে অঙ্গীকারবদ্ধ।

বিয়ে দেখতে এসেছিলেন বৃদ্ধ সহির উদ্দীন। তিনি জানান, ৫৫ বছরে একসাথে ৩ জনের বিয়ে সরাসরি দেখেনি। তাও আবার যৌতুক মুক্ত। বর্তমানে এটা দৃষ্টান্ত। এমন মহৎ উদ্যোগ সমাজে খুব পরিবারকেই নিতে দেখা যায়।

বিজ্ঞাপন

বিয়েতে মেহমান হিসেবে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের হেড অফ অপারেশন মোহাস্মদ ইকবাল (নর্থ রিজিওন) আহমেদ জব্বার, ফাউন্ড রাইজিং অফিসার, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট কো-অর্ডিনেটর শায়েখ মেজবাহুল হক, প্রেসিডেন্ট শায়েখ আশরাফুল ইসলাম, মিডিয়া অফিসার মো. আব্দুল্লাহ, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

একসঙ্গে বিয়ে করলেন তিন বন্ধু