টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের ধাক্কায় অপু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) রাতে টঙ্গীর বনমালা হায়দারাবাদ এলাকার রেললাইনে এঘটনা ঘটে এ দুর্ঘটনা।
নিহত অপু এরশাদ নগর এলাকার ৬ নং ব্লকের জালাল উদ্দিনের ছেলে। সে পেশায় ডিসের কাজ করতেন।
বিজ্ঞাপন
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, অপু রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। তখন ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন পুলিশ।
রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী জিন্না জানান, লাশ উদ্ধার করা হয়েছে আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








