রানীশংকৈলে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের ২০২৫ সালের প্রণীত নীতিমালায় এমপিওভুক্ত করার দাবিতে রানীশংকৈল ডিগ্রী কলেজে সকালে রানীশংকৈল ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ৩য়/৪র্থ শ্রেণি কর্মচারী ফেডারেশন জেলা কমিটি ঠাকুরগাঁওয়ের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীবৃন্দ অংশ নেয়। শিক্ষা প্রতিষ্ঠান দুটি হচ্ছে রাণীশংকৈল ডিগ্রী কলেজ ও ডিএন ডিগ্রি কলেজ, পীরগঞ্জ।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বঞ্চিত হয়ে আসছেন। সরকার এমপিও নীতিমালা ২০২৫-এর মাধ্যমে শিক্ষকদের মতো কর্মচারীদেরও সুবিধার আওতায় আনার আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। এতে কর্মচারীরা চরম আর্থিক ও সামাজিক সংকটে রয়েছেন।
মানববন্ধনে বক্তব্যে আরও বলেন, শিক্ষকদেরকে এমপিওভূক্ত করা হবে আমরা কি অপরাধ করেছি আমরা সেমিনার পোস্টে আছি একই ডিপার্টমেন্টে রয়েছি আমাদেরকে কেনো এমপিওভূক্ত করা হবে না।
বিজ্ঞাপন
মানববন্ধনে আরেক বক্তা বলেন, ২৫ সাল পর্যন্ত আমরা রানিশংকৈল ডিগ্রী কলেজকে শিক্ষকদেরকে অনার্স ডিপার্টমেন্টকে সহযোগিতা করে আসছি বিভিন্নভাবে এবং আশায় ছিলাম দীর্ঘদিন ধরে যদি কোনদিন শিক্ষকদের এমপিও ভুক্ত করা হয় তাহলে আমরা যারা সেমিনার সহকারি রয়েছে আমাদেরও এমপিওভূক্ত করা হবে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরও এমপিও ভুক্ত করা হবে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় নীতিমালায় সেমিনার সহকারি পদটি অন্তর্ভুক্ত করা হয়নি।
বক্তারা আরও বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় এই কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত তাদের এমপিওভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা সময়ের দাবি।








