তফসিলকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের যা বললেন এমপি প্রার্থী

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি তফসিলকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের সাথে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ডিসেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী ইস্তেহারে গোলাম কিবরিয়া ভিপি বলেন, আমি নির্বাচিত হতে পারলে আমাদের নকলা-নালিতাবাড়ীতে “ দুটি উপজেলায় দুটি স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করা হবে এবং ডাক্তারসহ পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হবে। পাহাড়ি পর্যটনকে শিল্পে পরিণত করবো।” নকলা-নালিতাবাড়ী দুইটি নার্সিং কলেজ করা হবে, নালিতাবাড়ী ভোগাই নদীর উপরে সাব-রেজিস্টার অফিস থেকে মহিলা কলেজের সামনে একটি ব্রিজ নির্মাণ করা হবে, হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন করতে হাতির জন্য পর্যাপ্ত খাবার ব্যবস্থা করে অভয়ারণ্য করা হবে, রেললাইন করা হবে। সেই সাথে বেকারত্ব দূর করতে যুবকদের জন্য কর্মসংস্থানে ব্যবস্থা করা হবে।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, “আমাদের দল ঘোষণা দিয়েছে নির্বাচিত হতে পারলে কৃষকদের জন্য আমরা বিনা সুদে ঋণ দেবো। ক্ষুদ্র ঋণের জন্য তাদের কাছ থেকে কোন মুনাফা নেওয়া হবে না। আমরা এটা সরকারিভাবে ব্যবস্থা করবো এবং ব্যাংকের সাথে সমন্বয় করে কৃষকদের এই সুবিধাটা দেবো। এবং কৃষকদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করবো।’
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বলেন, আচরণবিধি রক্ষায় তফসিলের আগের নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন ইত্যাদি ২৪ ঘন্টার মাঝে নামিয়ে ফেলার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি, নকলা উপজেলা শাখার আমির গোলাম সারোয়ার প্রমুখ।








