Logo

কৃষির পুনর্জাগরণে গাজীপুরে বৈশ্বিক সম্মেলন

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১২ ডিসেম্বর, ২০২৫, ১৭:৩৫
2Shares
কৃষির পুনর্জাগরণে গাজীপুরে বৈশ্বিক সম্মেলন
ছবি: সংগৃহীত

রিজেনারেটিভ কৃষির মাধ্যমে ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “রিজেনারেটিভ এগ্রিকালচার ফর সাসটেইনেবল ফুড সিকিউরিটি”।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে উদ্বোধনী অধিবেশনকে ঘিরে পুরো ক্যাম্পাসে তৈরি হয় গবেষণা-উৎসবের পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুইজারল্যান্ডের এগ্রোস্কোপের প্রধান ড. স্টিফেন ম্যান।

বিজ্ঞাপন

পাকিস্তান, ইথিওপিয়া, সুইজারল্যান্ড, নাইজেরিয়া এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ১,২০০ গবেষক অংশগ্রহণ করে সম্মেলনটিকে আন্তর্জাতিক জ্ঞানবিনিময়ের প্ল্যাটফর্মে পরিণত করেন।

জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন সম্মেলনের অর্গানাইজিং কমিটির কনভেনার ও গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। পরে উন্মোচন করা হয় অ্যাবস্ট্রাক্ট বই।

উদ্বোধনী সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ইসলামিয়া ইউনিভার্সিটি অব ভাওয়ালপুরের প্রফেসর ড. ওয়াজিদ নাসিম যাতই। তিনি রিজেনারেটিভ কৃষির বৈশ্বিক প্রেক্ষাপট, মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোর সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে টেকসই খাদ্যব্যবস্থা গড়তে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, তথ্য বিনিময় ও যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। সভাপতির সমাপনী বক্তব্যে ভিসি বলেন— “মাটিকে বাঁচানোই কৃষির পুনর্জাগরণের পথ। ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ খাদ্য দিতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিদেশি অতিথিদের সম্মাননা চাদর পরিয়ে বরণ করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান স্টলে নিজেদের পণ্য, উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করে, যা অতিথিরা ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী দিনের টেকনিক্যাল সেশনে ১০টি থিমেটিক এরিয়ায় ১০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। রিজেনারেটিভ ফার্মিং, জলবায়ু পরিবর্তন, খাদ্য উৎপাদনের স্থায়িত্ব ও ডিজিটাল কৃষিসহ সমসাময়িক গবেষণা উঠে আসে আলোচনায়।

দ্বিতীয় দিনেও আরও ১০টি থিমেটিক সেশন, পোস্টার প্রেজেন্টেশন, ওরাল ফ্ল্যাশ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD