Logo

হাদিকে যারা গুলি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে: সাদিক কায়েম‎

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
১২ ডিসেম্বর, ২০২৫, ১৯:১০
5Shares
হাদিকে যারা গুলি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে: সাদিক কায়েম‎
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, আপনারা জানেন- জুলাই বিপ্লবের অন্যতম সহযোদ্ধা এবং জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশের রাজনীতি নির্মাণে যিনি সব সময় আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন, সেই শরিফ ওসমান হাদি আমাদের বরিশালের সন্তান।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ত্রাসীরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত দেখতে পাচ্ছি।

আজ (শুক্রবার) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ার শহীদ জিয়া মাঠে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সাদিক কায়েম বলেন, ফ্যাসিস্ট শক্তিগুলো এবং ভারতের প্রেসক্রিপশনে যত ধরনের চক্রান্ত চলছে- আল্লাহ যেন সেসব ষড়যন্ত্র থেকে আমাদের রক্ষা করেন। পাশাপাশি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি- শরিফ ওসমান হাদিকে যারা গুলি করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরও দ্রুত শনাক্ত করতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব- রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই বিপ্লবের পরও যদি আমাদের নাগরিকরা নিরাপদ না হয়, যদি আমরা নিরাপত্তাকে প্রধান ইস্যু করতে না পারি, তাহলে এটি অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা। আমরা অনুরোধ করবো- এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করা হোক এবং আমাদের হাদি ভাইয়ের চিকিৎসার সব দায়িত্ব রাষ্ট্র বহন করুক।

তিনি আরও বলেন, পিরোজপুরের সঙ্গে যে নামটি গভীরভাবে জড়িত, তা হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে তার যে লড়াই, ইনসাফ ও সত্যের পক্ষে তার যে অবস্থান তা দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আল্লামা সাঈদীকে যেদিন মেডিকেল ক্লিনিংয়ের মাধ্যমে হত্যা করা হয়, সেদিন আমরা দৃঢ় প্রতিজ্ঞা করেছি- যারা তাকে অন্যায়ভাবে আটক রেখেছিল এবং অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের শেষ দেখে ছাড়বো। সেদিনই আমরা শপথ নিয়েছিলাম- খুনি হাসিনার পতন নিশ্চিত করবো। আজকের তরুণ প্রজন্মের আধিপত্যবিরোধী, আগ্রাসনবিরোধী, দুর্নীতিবিরোধী এবং ইনসাফের পক্ষে যে লড়াই, তার বীজ আল্লামা সাঈদী হুজুরেরাই বপন করে গেছেন।

বিজ্ঞাপন

পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন শোয়াইবের সঞ্চালনায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জামায়াতে ইসলামী ভান্ডারিয়া উপজেলা আমির মো. আমীর হোসাইন প্রমুখ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD