Logo

বেগম জিয়ার সুস্থতা কামনায় এতিমখানায় ছাগল সদকা

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
১২ ডিসেম্বর, ২০২৫, ১৭:৫১
6Shares
বেগম জিয়ার সুস্থতা কামনায় এতিমখানায় ছাগল সদকা
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এতিমখানায় ছাগল বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) এডভোকেট আব্দুল বাসেত এর সার্বিক সহযোগিতায় বাদ জুম্মা কিচক দারুল উলুম কওমি হাফেজিয়া মাদ্রাসা জামে মসজিদে দোয়া খায়ের শেষে সদকা হিসেবে ছাগল বিতরণ ও মাদ্রাসা চত্বরে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আব্দুল বাসেত বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের প্রতীক’ এবং ‘দেশনেত্রী’ হিসেবে আখ্যায়িত করেন।

তিনি আরও বলেন, নেত্রীর দ্রুত সুস্থতা শুধু দলের জন্য নয়, বরং দেশের গণতন্ত্র ও জাতীয় রাজনীতির জন্যও আশার আলো বয়ে আনবে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কিচক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান। শ্রমিক নেতা ও থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কিচক ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি বেলায়েত হোসেন দোজা ফকির, বগুড়া আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কালাম, রেজাউল করিম, ওয়ারেস আলী, মোহাম্মদ আলী, শ্রমিক নেতা মহসিন আলী সহ প্রমুখ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD