যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি

নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে।
বিজ্ঞাপন
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে যায়। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, রাজধানীর সদরঘাট থেকে যাত্রী নিয়ে বুড়িগঙ্গা নদী দিয়ে বোগদাদীয়া-১৩ নামে একটি লঞ্চ ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় পৌঁছালে লঞ্চটি জান্নাতি নামের বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দেয়, ফলে বাল্কহেডটি নদীতে ডুবে যায়। বাল্কহেডে থাকা পাঁচ শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে তীরে ওঠেন।
বিজ্ঞাপন
ঘটনার পর ৯৯৯ নম্বরে কল পেয়ে নৌ-পুলিশের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালান। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ হয়নি।
লঞ্চটি পরে জব্দ করে ফতুল্লা লঞ্চ টার্মিনালে নোঙর করা হয়, তবে কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
নৌ-পুলিশ জানায়, ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন








