Logo

জামায়াতের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মুফতি আমির হামজা

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৫২
26Shares
জামায়াতের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মুফতি আমির হামজা
ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া- ৩ সদর আসনে মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করলেন মুফতি আমির হামজা।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা প্রসাশকের কার্যালয় জেলা রিটার্নিং অফিসারের নিকট থেকে এই মূল্যায়নপত্র ফরম সংগ্রহ করেন।

মুফতি আমির হামজার মনোনার পাত্র ফর্ম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমির মো: আবুল হাশেম, জেলা সেক্রেটারি সুজাউদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সভাপতিসহ রোকন সদস্যরা ও দলীয় নেতাকর্মী।

বিজ্ঞাপন

মুফতি আমির হামজা দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রিকশা যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত হন।

মুফতি আমির হামজা বলেন, আমরা বিশ্বাস করি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে যেয়ে ভোট দিলে আমি বিপুল ভোটে জয় লাভ করব ইনশাল্লাহ। তিনি আরো বলেন জামাতে ইসলামীকে নিয়ে দেশের মধ্যে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং মিথ্যাচার করা হচ্ছে ওই সব ষড়যন্ত্র ও মিথ্যাচারকে এদেশের জনগণ ব্যালটের মাধ্যমে উচিত জবাব দিবেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD