Logo

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল ও সম্পাদক শাহ আলম

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৫
3Shares
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল ও সম্পাদক শাহ আলম
ছবি: প্রতিনিধি

জেলায় কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী দুই সংগঠন চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রথম আলো-র প্রতিনিধি শাহ আলম সনি।

অপরদিকে, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভি-র প্রতিনিধি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি হুসাইন মালিক।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফ।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি রফিক রহমান (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ (স্টার নিউজ ও দৈনিক বাংলা), অর্থ সম্পাদক জামান আখতার (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪), প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুন (সময় টিভি), ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু (দেশ টিভি), দপ্তর সম্পাদক মফিজুর রহমান (আমার দেশ)। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- সরদার আল আমিন (দৈনিক মাথাভাঙ্গা ও বাংলাভিশন), রাজীব হাসান কচি (আজকের খাসখবর, জনকণ্ঠ ও চ্যানেল আই), আশরাফুল হক বিপুল আশরাফ (আজকের চুয়াডাঙ্গা ও এসএ টিভি), ফাইজার চৌধুরী (মাছরাঙা টিভি ও রেডিও টুডে) এবং রিফাত রহমান (বণিক বার্তা ও জিটিভি)।

বিজ্ঞাপন

বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মো. পলাশ উদ্দিন (বিজয় টিভি), সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা (দৈনিক সকালের সময়), অর্থ সম্পাদক আলমগীর কবির শিপলু (দৈনিক জবাবদিহি), প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান (মানবজমিন), ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানা (দৈনিক জনবাণী), দপ্তর সম্পাদক সনজিত কর্মকার (দৈনিক নয়া শতাব্দী)।কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- মিজানুল হক মিজান (দৈনিক দিনকাল ও দি নিউ নেশন), মো. খাইরুল ইসলাম (দৈনিক বর্তমান বাংলা), মো. আজাদ হোসেন (এশিয়ান টিভি ও প্রতিদিনের সংবাদ), এফ এ আলমগীর (দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ বার্তা) এবং মো. আশরাফুল আলম (দৈনিক দেশের বাণী)।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সাংবাদিকদের এই দুই শীর্ষ সংগঠনের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তিন সদস্যের নির্বাচন কমিশনে অন্যরা ছিলেন অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল, অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফ ও অ্যাডভোকেট মো. আহসান আলী।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD