Logo

চাঁদপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দোকান কর্মচারীর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৬:২৫
1Shares
চাঁদপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দোকান কর্মচারীর মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৪) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় অন্তত পাঁচটি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ থেকে ৫০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে ‘জিহাদ ফাতেমা স্টোর’ নামে একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুন লাগলে দোকানের মালিক জয়নাল আহমেদ দ্রুত বাইরে বেরিয়ে আসতে পারলেও কর্মচারী সাব্বির হোসেন দোকানের ভেতরে আটকা পড়ে। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে সাব্বির দগ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসকে অবহিত করেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই জিহাদ ফাতেমা স্টোরসহ পাশের আরও চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- জয়নাল আহমেদের মুদি দোকান, ইমনের ফার্মেসি, টেলু গাজীর ফার্নিচার দোকান, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান এবং জহিরের ওয়ার্কশপ।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত সাব্বির হোসেনের মরদেহ উদ্ধার করে। নিহত সাব্বির সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সালদহ এলাকার ছৈয়াল বাড়ির বাসিন্দা আরিফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জয়নালের মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD