Logo

মৌলভীবাজার চেম্বার নির্বাচন, আপীল করার পর চূড়ান্ত ফলাফল

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪১
10Shares
মৌলভীবাজার চেম্বার নির্বাচন, আপীল করার পর চূড়ান্ত ফলাফল
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান আহমেদ জাবেদ। সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মুকিত ও সহসভাপতি মো দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

গত ১১ ডিসেম্বর সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী ঐক্য ফোরামের প্যানেল থেকেই এ তিনজন নির্বাচিত হন।

এমসিসিআই নির্বাচন বোর্ড ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণার ৪৮ ঘণ্টা পর সভাপতিমন্ডলীর নির্বাচন সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন।

১৭ ডিসেম্বর চেম্বারের ফলাফলের উপর এসোসিয়েট শ্রেণীর প্রার্থী আব্দুল কবীর, শাহনূর আহমদ, সালেহ আহমদ জোবের এবং অর্ডিনারী শ্রেণীর প্রার্থী আনিছুজ্জামান বায়েছ, এমরোজ আহমদ, রাহিদ আহমদ জাকির, হায়দার হোসেন ও আবুল কালাম বেলাল ফলাফল পুনঃগণনা করার জন্য নির্বাচন কমিশনের কাছে আপিল করেন। তাদের আবেদনের প্রক্ষিতে ঐই দিন পুনঃগণনা হয়।

বিজ্ঞাপন

ভোট গণনার পর উপরোক্ত চুড়ান্ত ফলাফল অনুযায়ী এবং ভোট পুন: নিরীক্ষণ করে পাওয়া যায় আব্দুল কবীর প্রথমিক ফলাফলের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৭৩টি পুনঃগণনা ফলাফল তাহার প্রাপ্ত ভোট সংখ্যা ব্যালট পেপার অনুযায়ী পাওয়া যায় ৭৪টি। মো: খায়রুল ইসলাম প্রথমিক ফলাফলের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৭২টি পুনঃগণনা ফলাফল তাহার প্রাপ্ত ভোট সংখ্যা ব্যালট পেপার অনুযায়ী পাওয়া যায় ৭১টি।

মোক্তাদির হোসাইন প্রথমিক ফলাফলের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৯২টি পুনঃগণনা ফলাফল তাহার প্রাপ্ত ভোট সংখ্যা ব্যালট পেপার অনুযায়ী পাওয়া যায় ৯৩টি। মির্জা সোহেল বেগ প্রথমিক ফলাফলের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১০৯টি পুনঃগণনা ফলাফল তাহার প্রাপ্ত ভোট সংখ্যা ব্যালট পেপার অনুযায়ী পাওয়া যায় ১১৩টি। মো: রুবেল আহমদ প্রাথমিক ফলাফলের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১৩৬টি পুনঃগণনা ফলাফল তাহার প্রাপ্ত ভোট সংখ্যা ব্যালট পেপার অনুযায়ী পাওয়া যায় ১৩৭টি। মো: সালেহ আহমদ জোবের প্রথমিক ফলাফলের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৮৩টি পুনঃগণনা ফলাফল তাহার প্রাপ্ত ভোট সংখ্যা ব্যালট পেপার অনুযায়ী পাওয়া যায় ৮২টি।

বিজ্ঞাপন

অর্ডিনারী প্রার্থী ভোট পুনঃগণনার পর উপরোক্ত চূড়ান্ত ফলাফল অনুযায়ী এবং ভোট পুন:নিরীক্ষণ করে পাওয়া যায় মো: এমরোজ আহমদ প্রথমিক ফলাফলের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১৯৬টি পুন:গণনা ফলাফল তাহার প্রাপ্ত ভোট সংখ্যা ব্যালট পেপার অনুযায়ী পাওয়া যায় ১৯৯টি।

প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির প্রথমিক ফলাফলের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১৯৭টি পুনঃগণনা ফলাফল তাহার প্রাপ্ত ভোট সংখ্যা ব্যালট পেপার অনুযায়ী পাওয়া যায় ১৯৫টি। মো: রাহিদ আহমদ জাকির প্রথমিক ফলাফলের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১৯৭টি পুনঃগণনা ফলাফল তাহার প্রাপ্ত ভোট সংখ্যা ব্যালট পেপার অনুযায়ী পাওয়া যায় ১৯৯টি।

বিজ্ঞাপন

আবুল কালাম বেলাল প্রথমিক ফলাফলের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১৯৮টি কিন্তু আপীল বোর্ড কর্তৃক নিরীক্ষণে পুনঃগণনা মাধ্যমে তাহার ভোট সংখ্যা একই থাকায় এবং এমরোজ আহমদ এর প্রাথমিক ভোট সংখ্যা ছিল ১৯৬ যাহা পুনঃগননার মাধ্যমে বৃদ্ধি পেয়ে ভোট সংখ্যা ১৯৯ হওয়াতে আবুল কালাম বেলাল অর্ডিনারী বিজয়ী প্রার্থী থেকে বাদ হয়ে এমরোজ আহমদ ১১তম বিজয়ী হয়েছেন এবং প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির প্রথমিক ফলাফলের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১৯৭ কিন্তু আপীল বোর্ড কর্তৃক নিরীক্ষণে পুনঃগণনা মাধ্যমে তাহার ভোট সংখ্যা ১৯৫ থাকায় এবং রাহিদ আহমেদ জাকির এর প্রাথমিক ভোট সংখ্যা ছিল ১৯৭ যাহা পুনঃগননার মাধ্যমে বৃদ্ধি পেয়ে ভোট সংখ্যা ১৯৯ হওয়াতে প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির অর্ডিনারী বিজয়ী প্রার্থী থেকে বাদ হয়ে রাহিদ আহমেদ জাকির ১২তম বিজয়ী হয়েছেন।

এমসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো অলিউর রহমান বলেন নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আপিল করার পর পুনঃগণনা হওয়াতে ব্যবসায়ী ঐক্য ফোরামের প্যানেল থেকে মোট বিজয়ী হলেন ১২ জন আর মৌলভীবাজার সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের বিজয়ী হলেন ৬ জন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD