নেত্রকোণায় ইট বোঝাই হ্যন্ডট্রলির চাপায় শিশু নিহত

নেত্রকোণার মোহনগঞ্জে ইট বোঝাই হ্যান্ডট্রলির চাপায় মো. তাফসির নামে সাড়ে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে পৌরশহরের নওহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাফসির পৌরশহরের নওহাল এলাকার সাইদুর রহমানের ছেলে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ওসি জানান, সাইদুর রহমান মূলত পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকার বাসিন্দা। তিনি কয়েক বছর ধরে পরিবারসহ মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। প্রায় দুই বছর আগে ওই এলাকায় একটি জায়গা কিনে সম্প্রতি সেখানে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন।
সোমবার সকালে ঘরের নির্মাণকাজের জন্য ইটের ভাটা থেকে হ্যান্ডট্রলি দিয়ে ইট আনছিলেন সাইদুর রহমান। এ সময় তার সঙ্গে শিশু তাফসিরও ছিল। ইটবোঝাই হ্যান্ডট্রলির পেছনে হাঁটছিল শিশুটি। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে হ্যান্ডট্রলির নিচে চাপা পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ওসি আরও জানান, দুর্ঘটনার সময় শিশুটির বাবা ঘটনাস্থলের পাশেই ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








