নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের চাপায় এক সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহরমুখী রাস্তায় চাঁদমারি এলাকার ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সাইকেল আরোহী যুবক সাইকেল চালিয়ে যাচ্ছিল, এ সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে পড়ে যায়। তখন পিছন থেকে আসা একটি ট্রাক সাইকেল আরোহীর উপর দিয়ে চলে গেলে সাইকেল আরোহীর ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এবিষয় ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সে ফেয়ার অ্যাপিয়ারেলস পোশাক কারখানায় কর্মরত ছিল। তার নাম সুমন চন্দ্র। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতনদের জন্য তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।








