মৌলভীবাজারে যাচ্ছেন তারেক রহমান, এলাকাজুড়ে উৎসবের আমেজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার ২২ জানুয়ারী দুপুরে মৌলভীবাজার আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
প্রায় ২১ বছর পর তাঁর এই আগমনকে ঘিরে উৎসবের আমেজ পুরো জেলায়। তিনি সিলেট থেকে সড়ক পথে শেরপুরে আইনপুর সমাবেশে যোগ দেবেন। এদিকে সমাবেশকে নিচ্ছিদ্র নিরাপত্তার আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খা বাহিনী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির’র চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহম্পতিবার ২২ জানুয়ারি সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ:) ও হযরত শাহ পরান (রহ:) মাজার জিয়ারত করবেন। ২২ জানুয়ারি দুপুর ১টার দিকে তিনি সড়কপথে মৌলভীবাজার জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকায় অবস্থিত আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে দ্বিতীয় জনসভায় যোগ দেবেন।
বিজ্ঞাপন
মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত চার জন দলীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবার কথা রয়েছে। রাস্তার মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে সুদৃশ্য তোরণ ব্যানার পোষ্টার। আগমনকে স্বাগত জানিয়ে প্রতিদিন হচ্ছে মিছিল মিটিং। রাতদিন আইনপুরে মাঠে প্যান্ডেলের সার্বিক কাজ চলছে। স্বেচ্ছাসেবক, মঞ্চ, মাইক, প্যান্ডেল, গাড়ি পার্কিংয়ের স্থানসহ খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে পরামর্শ ও প্রস্তুতি সভার মাধ্যমে তা সম্পন্ন করছেন।
বক্সপপ-সাধারণ মানুষ ও বি এন পি নেতাকর্মীরা ।
মৌলভীবাজার জুড়ে বইছে আনন্দ-উচ্ছ্বাস। রয়েছে দল মনোনীত প্রার্থীদের মধ্যে সেই উচ্ছ্বাস আকাশ ছোঁয়া।
বিজ্ঞাপন
এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের সাধারন নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। তারেক রহমানকে এক নজর দেখতে অপেক্ষার প্রহর গুনছেন সবাই।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সভাপতি নাসির আহমেদ শাহীন বলেন,, দীর্ঘ ২১ বছর পর জননেতা বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান মৌলভীবাজার আইনপুর মাঠে আসছেন। গত ২০০৪ সালে মৌলভীবাজার একাটুনায় এসেছিলেন।
বিজ্ঞাপন
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, শেরপুরের আইনপুর মাঠে জনসভার আয়োজন করা হচ্ছে। এই জনসভায় আমরা লক্ষাধিক লোকসমাবেশ আশা করছি। এটা একটা বড় প্রোগ্রাম। আমরা রেগুলার মাঠে যাচ্ছি, মিটিং করছি। জেলা ছাড়াও কেন্দ্রীয় নেতারা মাঠ পরিদর্শন করেছেন।’








