Logo

মৌলভীবাজারের চার আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২১ জানুয়ারি, ২০২৬, ১৪:১৪
মৌলভীবাজারের চার আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন
ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) নির্ধারিত দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রতিটি আসনের দলীয় প্রার্থীরা নিজ নিজ রাজনৈতিক দলের নির্ধারিত প্রতীক হাতে পেয়েছেন। এর ফলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হলো প্রার্থীদের জন্য।

বিজ্ঞাপন

এদিকে, মৌলভীবাজার-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহসিন মিয়াকে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক ঘোষণার পর থেকেই তাঁর সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা জানিয়েছেন, তাঁরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা আরও জোরদার করবেন। ভোটারদের কাছে উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার তুলে ধরতে শিগগিরই গণসংযোগ ও পথসভা শুরু করবেন তাঁরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলায় রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে এবং ধীরে ধীরে উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD