Logo

না-ভোটে অবস্থান নেওয়া দল রক্তের সঙ্গে বেঈমানি করছে : ড. এম সাখাওয়াত

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২১ জানুয়ারি, ২০২৬, ১৫:১৩
না-ভোটে অবস্থান নেওয়া দল রক্তের সঙ্গে বেঈমানি করছে : ড. এম সাখাওয়াত
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার যারা করতে চায় তারাই ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে। দেশের ভবিষ্যৎ গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। কোনো রাজনৈতিক দল যদি ‘না’ ভোটে অবস্থান নেয়, তবে তারা রক্তের ওপর দাঁড়িয়ে রক্তের সঙ্গে বেঈমানি করছে—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘হ্যাঁ’ ভোটকে ঘিরে নানা ধরনের অপপ্রচার চলছে। পরিবর্তন চাইলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আপনাদের ভবিষ্যৎ আপনাদের হাতেই। এ ধরনের সুযোগ বারবার আসে না। এই সুযোগ হাতছাড়া হলে একশ’ রান মিস করার মতো হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না বলেই জনগণের কাছে আসা হয়েছে। সকল ক্ষমতার উৎস জনগণ—এই ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই প্রধানমন্ত্রীর হাতে যেন একক ক্ষমতা কেন্দ্রীভূত না থাকে। রাষ্ট্রপতির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি হলে কোনোভাবেই স্বৈরাচারী সরকার তৈরি হবে না। রাষ্ট্রপতি যেন শুধু সই করা বা জাতীয় দিবসে ফুল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকেন। অতীতে যদি রাষ্ট্রপতিকে প্রকৃত অর্থে ক্ষমতা দেওয়া হতো, তাহলে দেশে স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে পারত না।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD