আজ দুপুরে মৌলভীবাজারে আসছেন তারেক রহমান

আজ দুপুরে মৌলভীবাজার জেলার শেরপুর আইনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
জনসভাটি শুরু হবে দুপুর ১টায়। দীর্ঘদিন পর তাঁর আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ফেস্টুন ও দলীয় পতাকায় সাজানো হয়েছে পুরো এলাকা। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই জনসভার আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনসভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।
এ জনসভায় মৌলভীবাজার জেলার চারটি আসনের নেতাকর্মীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
সব মিলিয়ে শেরপুর আইনপুরে আজ দুপুর ১টার জনসভাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।








