Logo

মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী

profile picture
উপজেলা প্রতিনিধি
২২ জানুয়ারি, ২০২৬, ১২:৫৩
মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিন বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

এরপর জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় মো. রুহুল আমিন তাঁর নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন পরিকল্পনা এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

তিনি বলেন, জনগণের কল্যাণে কৃষিভিত্তিক উন্নয়ন জোরদার করা, একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, স্থলবন্দর বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করতে চান। এ ক্ষেত্রে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির আনারুল হক মালিক এবং জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।

বিজ্ঞাপন

এছাড়া উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটনসহ দলীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক, দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন কাজল, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি কাজী শামসুর রহমান, জিটিভির প্রতিনিধি আকিমুল ইসলাম, মাই টিভির জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, দৈনিক জনবাণী ও আমাদের সময় ডটকমের প্রতিনিধি জামাল হোসেন খোকন, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি এম আই মুকুলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD