সিলেটে বিএনপির নির্বাচনি জনসভায় মঞ্চে তারেক রহমান

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় মুখ্য অতিথি হিসেবে মঞ্চে উঠেছেন দলের চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভার মঞ্চে উপস্থিত হন তিনি।
বিজ্ঞাপন
মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ দেখা যায়। স্লোগান ও উল্লাসে প্রকম্পিত হয়ে ওঠে পুরো জনসভা মাঠ। তারেক রহমান হাত তুলে উপস্থিতদের অভিবাদন জানান, আর সমর্থকরাও একইভাবে হাত তুলে তাকে স্বাগত জানান।
মঞ্চে উঠার আগে সকাল ১১টার দিকে হোটেল গ্র্যান্ড সিলেটে তরুণ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন।
বিজ্ঞাপন
জনসভার কার্যক্রম শুরু হয় সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। অনুষ্ঠান শুরু থেকেই স্থানীয় বিএনপি নেতারা বিভিন্ন বক্তব্য দেন।
জনসভা কেন্দ্রের আশপাশে কয়েক দিন ধরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা এবং আশেপাশের জেলা থেকে মিছিল আকারে জনসভাস্থলে সমর্থকরা জড়ো হন।








