Logo

অসহায় দিনমজুরের স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, চেয়ারম্যান কর্তৃক ৫ হাজার টাকায় দফারফা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
33Shares
অসহায় দিনমজুরের স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, চেয়ারম্যান কর্তৃক ৫ হাজার টাকায় দফারফা
ছবি: সংগৃহীত

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে দিনের বেলায় এক অসহায় দিনমজুরের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ ওঠার ৯ দিনের মধ্যে সালিশের মাধ্যমে মাত্র...

বিজ্ঞাপন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে দিনের বেলায় এক অসহায় দিনমজুরের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ ওঠার ৯ দিনের মধ্যে সালিশের মাধ্যমে মাত্র ৫ হাজার টাকায় দফারফা হয়েছে বলে জানা গেছে।

গত শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নেন আন্দারগাওঁ গ্রামে এ ঘটনা ঘটে। আর ঘটনা টি গত কাল ( ১৯ ডিসেম্বর) রাতে আন্দারগাওঁ গ্রামের জনৈক স্বামীর বাড়িতে বোগলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিলন খান ও সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন সালিশে বিচারে অভিযুক্তের বিরুদ্ধে মাত্র ৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

অভিযোগে জানা গেছে,বোগলা ইউনিয়নের আন্দারগাওঁ গ্রামের জনৈক নারীর (১৮) স্বামী এলাকায় মানুষের বাড়িতে কাজ করে স্বামী - স্ত্রী দিনাতিপাত করেন। স্ত্রী স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত শুক্রবার (১০ ডিসেম্বর ) বিকাল ৪টার দিকে প্রতিবেশী হযরত আলীর ছেলে ফিরোজ মিয়া (৪০) ভুক্তভোগির মেয়েটির বাড়িতে পাশে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় মেয়েটি চিৎকার করতে থাকলে স্থানীয়রা ছুটে এসে রহমানের লালসা থেকে মেয়েটিকে রক্ষা করে। পরে ভুক্তভোগি মেয়েটি ঘটনার দুইদিন পরে (১২ ডিসেম্বর) রাতে দোয়ারাবাজার থানা একটি লিখিত এজাহার দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর দোয়ারাবাজার থানার এ এস আই কামাল হোসেন তদন্ত করেন। পরে ১৯ ডিসেম্বর আন্দারগাওঁ গ্রামে বাড়িতে স্থানীয় কয়েকজনকে নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। বৈঠকে উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। বিচারে অভিযুক্ত ফিরোজ মিয়া দোষ স্বীকার করলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগির স্বামী।

এ বিষয়ে বোগলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিলন খান বলেন, আমি একটি বিচারে আছি কাল বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। 

বিজ্ঞাপন

এবিষয়ে তদন্ত কারি এ এস আই কামাল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

অসহায় দিনমজুরের স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, চেয়ারম্যান কর্তৃক ৫ হাজার টাকায় দফারফা