Logo

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, সহপাঠীদের চাপে মুক্ত আটক ছাত্র

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৩ অক্টোবর, ২০২৫, ১১:৪৫
11Shares
ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, সহপাঠীদের চাপে মুক্ত আটক ছাত্র
ছবি: সংগৃহীত

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর আগে ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি পর্যন্ত গড়ায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপান্তর আন্দোলনে যোগ দিতে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে জড়ো হন। এ সময় শিক্ষকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ রেজা শিক্ষকদের উদ্দেশে ‘দালাল’ মন্তব্য করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে কয়েকজন শিক্ষক ফরহাদকে ধরে শিক্ষক কমনরুমে নিয়ে আটকে রাখেন।

বিজ্ঞাপন

ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করেন এবং সহপাঠীকে ছাড়িয়ে আনেন। কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে কলেজ প্রশাসন।

এর পরপরই নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। সকাল ১১টার দিকে নীলক্ষেত হয়ে তারা রওনা দেন। এ সময় আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য, রাখা হয় জলকামান ও সাঁজোয়া যান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকার ঘোষিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর বাস্তবায়নে এখনো কোনো নির্দিষ্ট রোডম্যাপ নেই। তারা দ্রুত অধ্যাদেশ জারির দাবি জানান।

বিজ্ঞাপন

এক শিক্ষার্থী বলেন, “আমরা আর সময়ক্ষেপণ চাই না। বিশ্ববিদ্যালয় যেভাবেই গঠিত হোক, অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।”

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজ (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও মিরপুর বাংলা কলেজ) একত্র করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের ঘোষণা দেয়। তবে আইন কার্যকরের অনিশ্চয়তায় শিক্ষার্থীরা আজকের পদযাত্রা কর্মসূচি পালন করছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD