Logo

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৩ অক্টোবর, ২০২৫, ১২:২৮
8Shares
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়ন ও অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

তাদের আন্দোলনের ফলে সোমবার (১৩ অক্টোবর) সকালে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ ব্যারিকেড স্থাপন করেছে।

সকাল ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে একে একে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন- “অধ্যাদেশ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না”, “শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না”, “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে।”

শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষা ভবন ও সচিবালয় এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিসান বলেন, “সরকার মার্চ মাসে সাত কলেজকে একত্র করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দিলেও এখনও কোনো অধ্যাদেশ জারি করেনি। আমরা আজই আইন বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD