Logo

মুছে যাচ্ছে কালি, অভিযোগ দেবে ছাত্রদল

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৭
10Shares
মুছে যাচ্ছে কালি, অভিযোগ দেবে ছাত্রদল
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট দেওয়ার পর ভোটারদের হাতে দেওয়া কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন,

“আমাদের কাছে অভিযোগ এসেছে, ভোটের পর হাতে দেওয়া কালি সহজেই উঠে যাচ্ছে। অথচ কমিশন আগেই জানিয়েছিল, এই কালি স্থায়ী থাকবে। বিষয়টি অনিয়মের শঙ্কা তৈরি করেছে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ছাত্রদল বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং দ্রুতই নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হবে।

ভোট দিয়ে আসা এক শিক্ষার্থী ইমরান রায়হান বলেন, “আমি মাত্রই ভোট দিলাম। কিন্তু একটু ঘষলেই কালি পুরোপুরি মুছে গেল। এখন কেউ বুঝতেই পারবে না আমি ভোট দিয়েছি।”

বিজ্ঞাপন

বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে চাকসু, হল ও হোস্টেল সংসদের ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ বিরতির পর আয়োজিত এ নির্বাচনে এবার ব্যবহৃত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতি।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। চাকসুর ২৬টি পদে ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD