অতিরিক্ত ব্যালট পেপার ও অমােচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ

বিজ্ঞাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে অতিরিক্ত ব্যালট পেপার নেওয়ার অভিযোগ পাওয়া গেছে৷
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এমন অভিযোগ করেছেন ছাত এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা।
ছাত্রদল সমর্থিত এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা বলেন, নির্বাচন আলহামদুলিল্লাহ! ভালাে হচ্ছে৷ সময় যত যাচ্ছে উপস্থিতি ততই বাড়ছে। হাতের অমোচনীয় যে কালি ছিল সেটি উঠে যাচ্ছে বলে অভিযোগ এসেছে আমাদের কাছে৷ এছাড়া আর যতদূর জানা গেছে একজন অতিরিক্ত একটি ব্যালট পেপার নিয়েছিলেন। আমাদের নিরাপদ দূরত্ব মেনে চলার যে জায়গাটা সেখানে হয়তো কিছু সমস্যা হতে পারে। দিন শেষে আমরা প্রত্যাশা করব, একটি সুন্দর নির্বাচন। এছাড়াও বিদেশ হতে আমদানিকৃত অমোচনীয় কালি উঠে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন অনেকে।
বিজ্ঞাপন
অভিযোগের সম্পর্কে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, কালি নিয়ে এমন কথা উঠেছে যে এটি উঠে যাচ্ছে। আসলে অনেক দাম দিয়ে বাজারের সর্বোচ্চ মানের কালিই আনা হয়েছে ব্যবহারের জন্য। তবে কেউ যদি লাগানোর সঙ্গে সঙ্গে ঘষাঘষি না করে একটু শুকাতে দেন, তাহলে আশা করা যায় কালি হাত থেকে উঠবে না। আমাদের রেজিস্ট্রার স্যার গতকাল কালি লাগিয়েছিলেন হাতে—আজকে তিনি যতই ঘষছেন, কালি উঠছে না। শিক্ষার্থীদের আইডি কার্ড ও ছবি দেখে চিহ্নিত করা হচ্ছে। কালির বিষয়টি পুরো প্রক্রিয়ার অনেকগুলো ধাপের মধ্যে একটি ধাপ মাত্র। এটি বড় কোনো ইস্যু নয়, তাই এজন্য ভোটের কোনো সমস্যা হবে না।