Logo

সরস্বতী পূজার দিন ভর্তি পরিক্ষার তারিখ ঘোষণা জবি প্রশাসনের

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৪ নভেম্বর, ২০২৫, ১৯:৫৩
14Shares
সরস্বতী পূজার দিন ভর্তি পরিক্ষার তারিখ ঘোষণা জবি প্রশাসনের
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত সূচি অনুযায়ী আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে একইদিন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডারেও দেখা যায়, ২০২৬ সালের ২৩ জানুয়ারি সরস্বতী পূজার দিন নির্ধারণ করা হয়েছে। ফলে একই দিনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম (রুটিন দায়িত্ব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর ই ইউনিট অর্থাৎ চারুকলা অনুষদের ভর্তি পরিক্ষা, অ ইউনিট (বিজ্ঞান ও লাইফ সায়েন্স অনুষদ) ২৬ ডিসেম্বর, সি ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ২৭ ডিসেম্বর, ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৯ জানুয়ারি এবং বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরিক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এবিষয়ে জবি শাখা সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সুমন দাস বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা সরস্বতী পূজার দিনে নির্ধারণের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে এই দিনে ছুটি থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত প্রশাসনের সনাতনী শিক্ষার্থীদের প্রতি দ্বিচারিতা ও উদাসীনতার প্রকাশ। প্রশাসন বারবারই সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় অনুষ্ঠান দিয়ে দায়িত্বহীনতা দেখিয়ে আসছে—যা স্পষ্টভাবে প্রশ্ন তোলে:তারা কি এই বিশ্ববিদ্যালয়ে সনাতন শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা সীমিত করতে চায়? যদি প্রশাসনের মনোভাব এমনই হয়, তবে স্পষ্টভাবে জানাক, ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না!

আমাদের দাবি—সরস্বতী পূজার দিন থেকে অবিলম্বে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে সকল ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে নতুন দিন ঘোষণা করতে হবে।”

বিজ্ঞাপন

শিক্ষার্থী অন্তর দাস বলেন, “সরস্বতী পূজা সনাতনী শিক্ষার্থীদের প্রাণের উৎসব। প্রতিবছর এটি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। কিন্তু পূজার দিনেই ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করায় আমরা হতাশ। এই তারিখ অপরিবর্তিত থাকলে তা পূজা বানচালের অপচেষ্টা হিসেবে দেখব এবং প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, “আমরা সাধারণত ভর্তি পরিক্ষার তারিখগুলো সাপ্তাহিক বন্ধের মধ্যে দিয়ে থাকি। সেখানে কোন সরকারি ছুটি থাকলে সেটা বিবেচনা করে তারিখ দেয়া হয়। পূজার বন্ধের বিষয়টি আমাদের পূর্বে জানা ছিল না। তবে খুব শীগ্রই আমরা বিষয়টি ভর্তি কমিটির সাথে আলোচনা করে তারিখ পরিবর্তন করে দিব।”

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD