Logo

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাবি, ১৫ মিনিটের আলটিমেটাম

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৫ নভেম্বর, ২০২৫, ১৯:৩৩
124Shares
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাবি, ১৫ মিনিটের আলটিমেটাম
ছবি: সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া এক শিক্ষককে শাস্তি দেয়ার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমের বিষয়ে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনকে ১৫ মিনিটের মধ্যে আলটিমেটাম দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়।

জানা যায়, ড. এরশাদ হালিম দীর্ঘদিন ধরেই পুরুষ শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ছিলেন। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে তাকে মিরপুর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ঘটনার প্রতিক্রিয়ায় শনিবার সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করেন। তারা উপাচার্যের কার্যালয়ের সামনে সমবেত হয়ে সমাবেশ করেন এবং অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করার দাবি জানিয়ে ১৫ মিনিটের মধ্যে প্রশাসনকে তাদের সামনে এসে পদক্ষেপ জানাতে বাধ্য করেন।

শিক্ষার্থীরা বলেন, অভিযোগের বিষয়ে প্রশাসন আমাদের কাছে বিস্তারিত জানাবে এবং তৎপরতার সঙ্গে পদক্ষেপ নেবে।

বিজ্ঞাপন

প্রতিবাদ চলাকালে শিক্ষার্থীরা কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন। রাত পৌনে ৮টার সময় পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল।

এই বিক্ষোভ বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে এবং প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD