হাদি হত্যার বিচার দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি টিএসসি হয়ে শাহবাগ সড়ক প্রদক্ষিণ করে আবার টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সমর্থকেরা অবস্থান নিয়ে নানা স্লোগানের মাধ্যমে হত্যার প্রতিবাদ জানান।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “আমার হত্যার বিচার চাই”, “বইলা গেছে হাদি ভাই”, “ভারত না বাংলাদেশ? বাংলাদেশ বাংলাদেশ”, “আমরা সবাই হাদি হবো” এবং “যুগে যুগে লড়ে যাবো”—এমন বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।
বিজ্ঞাপন
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, তরুণ প্রজন্মকে অবহেলা করে কোনো সরকারই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারে না। তিনি দাবি করেন, তরুণদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত থাকলে পরিস্থিতি আরও জটিল হবে।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে কেউ যদি স্বাধীনতা, সীমান্ত সুরক্ষা কিংবা চলমান আন্দোলন দমন করার কথা ভেবে থাকে, তবে তারা ভুল করেছে। তার ভাষায়, এই হত্যাকাণ্ড তরুণ সমাজকে দমিয়ে রাখতে পারেনি; বরং আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ ও সচেতন করে তুলেছে।
বিজ্ঞাপন
হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ন্যায্য বিচার আদায় না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না।







