Logo

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিতুমীর কলেজে ছাত্রদের দুপক্ষের সংঘর্ষ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২১ জানুয়ারি, ২০২৬, ১৮:১৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিতুমীর কলেজে ছাত্রদের দুপক্ষের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কলেজের শহীদ মামুন হলে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সংঘর্ষ চলাকালে শহীদ মামুন হলের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে হলের জানালার কাচ, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আহত শিক্ষার্থীদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বর্তমানে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

শহীদ মামুন হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অনাকাঙ্ক্ষিত এই সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD