চার দিনের ছুটি শুরু, বৃষ্টিকে উপেক্ষা করে ঢাকা ছাড়ছে মানুষ

রাজধানী থেকে শুরু হয়েছে ছুটির ভ্রমণ। বুধবার (১ অক্টোবর) ভোর থেকেই সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় ঘরমুখো মানুষের আনাগোনা দেখা যায়। তবে টানা বৃষ্টির কারণে যাত্রীদের ভিড় প্রত্যাশার তুলনায় কিছুটা কম বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে। বৃষ্টি উপেক্ষা করে যাত্রীরা একে একে বাসস্ট্যান্ডে ভিড় করতে শুরু করেন। ফলে বেলা বাড়ার সঙ্গে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে।
সায়েদাবাদ বাস টার্মিনালের টিকিট বিক্রেতারা জানান, চার দিনের ছুটি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকেই যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। আজও সেই ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে সকালের বৃষ্টিতে অনেকে বের হতে না পারলেও বৃষ্টি থামার পর যাত্রীর সংখ্যা বেড়ে গেছে।
বিজ্ঞাপন
শ্যামলী, গোল্ডেন লাইন, টুঙ্গীপাড়া এক্সপ্রেস, ইমাদ, হানিফ, ইউনিক, হিমাচল, ইকোনো ও জোনাকি সার্ভিসসহ বিভিন্ন পরিবহনের কাউন্টারে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যাত্রাবাড়ীর দোলাইপাড় এলাকায় যাত্রীদের চাপ আরও বেশি দেখা গেছে।
পরিবহন শ্রমিকদের কেউ কেউ জানান, প্রত্যাশার মতো যাত্রী পাওয়া যায়নি। বৃষ্টির কারণে অনেকে ঘরে বসে আছেন। তবে আবহাওয়া স্বাভাবিক হলে যাত্রীদের ভিড় বাড়বে বলে আশা করছেন তারা।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বুধবার থেকে শুরু হয়েছে টানা চার দিনের ছুটি। বুধবার ও বৃহস্পতিবার (১ ও ২ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি। এরপর শুক্রবার ও শনিবার (৩ ও ৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চার দিনের বিরতি পাচ্ছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ছিল অফিসের শেষ কর্মদিবস, আর আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে আবার শুরু হবে নিয়মিত কার্যক্রম।








