উত্তরায় চলন্ত মাইক্রোবাসে আগুন

রাজধানীর উত্তরায় চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে যায় একটি মাইক্রোবাসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটের দিকে জসীম উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, “একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন লাগার সময় গাড়িটিতে কেউ ছিল না, তাই হতাহতের ঘটনা ঘটেনি।”
বিজ্ঞাপন
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানান, “এটি কোনো নাশকতার ঘটনা নয়। চলন্ত অবস্থায় গাড়ির ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে চালক সেটি রাস্তার পাশে থামিয়ে দেন। পরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।”
তিনি আরও বলেন, “ড্রাইভার শুরুতে ঘটনাস্থল থেকে সরে গেলেও পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
আরও পড়ুন: রাজধানীতে আবারও বাসে আগুন
বিজ্ঞাপন
এর আগে মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে উত্তরার ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে পুলিশ।








