Logo

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে হঠাৎ আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ১২:৫২
111Shares
রমনা থানার সামনে পুলিশের গাড়িতে হঠাৎ আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা থানার সামনে একটি পুলিশের গাড়িতে হঠাৎ আগুন লেগেছে। তবে এতে কোনো মানুষ হতাহত হননি। আগুন কোনো দুর্বৃত্তের কাজ নয়; গাড়ির মেরামতের সময়ই এটি ঘটে।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।

রমনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানান, আজ সকাল ১১টার দিকে গাড়িটির মেরামত চলাকালীন হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, আগুনে গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও যাচাই করা হচ্ছে। কোনোভাবে এ ঘটনার সঙ্গে অপরাধ বা দুর্ঘটনার ছায়া নেই, এটি সম্পূর্ণভাবে প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটে।

স্থানীয়রা বলেন, ঘটনার সময় আতঙ্ক ছড়ালেও কেউ আহত হয়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কোনো বড় ক্ষতি হয়নি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD