রমনা থানার সামনে পুলিশের গাড়িতে হঠাৎ আগুন

রাজধানীর রমনা থানার সামনে একটি পুলিশের গাড়িতে হঠাৎ আগুন লেগেছে। তবে এতে কোনো মানুষ হতাহত হননি। আগুন কোনো দুর্বৃত্তের কাজ নয়; গাড়ির মেরামতের সময়ই এটি ঘটে।
বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।
আরও পড়ুন: উত্তরায় চলন্ত মাইক্রোবাসে আগুন
রমনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানান, আজ সকাল ১১টার দিকে গাড়িটির মেরামত চলাকালীন হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
ওসি আরও বলেন, আগুনে গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও যাচাই করা হচ্ছে। কোনোভাবে এ ঘটনার সঙ্গে অপরাধ বা দুর্ঘটনার ছায়া নেই, এটি সম্পূর্ণভাবে প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটে।
স্থানীয়রা বলেন, ঘটনার সময় আতঙ্ক ছড়ালেও কেউ আহত হয়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কোনো বড় ক্ষতি হয়নি।








