ঢাকায় রিকশা থেকে ককটেল উদ্ধার, পার্কে বিস্ফোরণ

রাজধানীর কারওয়ান বাজার পান্থকুঞ্জ পার্কের সামনে একটি রিকশা থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ককটেলটি পরে পুলিশের সহায়তায় পার্কের ভিতরে নিরাপদভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পান্থকুঞ্জ পার্কের সামনের রাস্তায় দাঁড়ানো একটি রিকশার মধ্যে সন্দেহজনকভাবে ককটেলটি রাখা ছিল। বিষয়টি নজরে আসলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
বিজ্ঞাপন
পুলিশের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পার্কের মধ্যে দেড়টার দিকে বিস্ফোরণ ঘটায়।
আরও পড়ুন: মিরপুরে জোড়া ককটেলসহ গ্রেফতার ১
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। আমি এখনই ঘটনাস্থলে গিয়ে খবর নিয়ে জানাচ্ছি।








