ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীকে মারধর

রাজধানীর ধানমন্ডি ও গুলিস্তানে পৃথক দুটি হামলার ঘটনা ঘটেছে। ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক নারীকে মারধরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
বিজ্ঞাপন
একই দিনে গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামের একজন রিকশাচালককে গণপিটুনি দেওয়া হয়। হামলাকারীরা নিজেদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।
ঘটনাটি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঘটে। বিক্ষোভকারীরা রিকশাচালককে ঘেরাও করে পাশের একটি মার্কেটে নিয়ে গিয়ে মারধর করে। একপর্যায় তিনি জ্ঞান হারান।
বিজ্ঞাপন
পরে পুলিশ তাকে গাড়িতে তোলা হলে আবারও মারধরের শিকার হন। আহত রিকশাচালকের বাড়ি বরিশালের নেহালগঞ্জে।
অন্যদিকে সকালে ধানমণ্ডি ৩২ নম্বর থেকে এক যুবক ও এক কিশোরকে আটক করে পুলিশ। যদিও পরে ওই কিশোরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোরের বাড়িতে খোঁজ নিয়ে তার সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি। সে গ্রামের বাড়ি থেকে আজ সকালে ধানমণ্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল। আটক কিশোরের বয়স ১৪ বছর। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।








