জাতীয় ঈদগাহে খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে, রেখে যায় দুইজন

ঢাকার জাতীয় ঈদগাহের সামনের সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি নীল রঙের ড্রামে মোড়ানো এক ব্যক্তির খণ্ডিত মরদেহ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, দুজন ব্যক্তি দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে একটি ভ্যানে করে ড্রাম দুটি সড়কের পাশে রেখে যায়।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা বলেন, তারা ভ্যানে দুজনকে দেখেছেন, কিন্তু ঘটনার বিস্তারিত জানেন না। সন্ধ্যায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ড্রাম দুটি খুলে চালের ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ বের করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের জানিয়েছেন, মরদেহ উদ্ধার করার সঙ্গে সঙ্গে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট নেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে- তিনি মো. আশরাফুল হক, বয়স ৪৩, বাড়ি রংপুরের বদরগঞ্জ শ্যামপুর। তার পিতার নাম মো. আব্দুর রশিদ।
পুলিশ মনে করছে, দু-একদিন আগে হত্যার পর মরদেহ এই স্থানে ফেলে যাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ড্রাম দুটি খোলার সময় মরদেহ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। একটি স্থানীয় ব্যক্তি শাহাদাত হোসেন, পুলিশকে সাহায্য করে ড্রাম খুলে মরদেহ বের করেন। তিনি জানিয়েছেন, ড্রামের ভেতর একাধিক খণ্ডে বিভক্ত ছিল মরদেহ।
ডিসি মাসুদ আলম আরও বলেন, আমরা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করব। তবে হত্যার কারণ ও পদ্ধতি এখনো পুরোপুরি জানা যায়নি।








