Logo

পুলিশের সঙ্গে অসদাচরণ না করার সতর্ক করলেন ডিএমপি কমিশনার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৫, ১২:২৯
15Shares
পুলিশের সঙ্গে অসদাচরণ না করার সতর্ক করলেন ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী নাগরিকদের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, পুলিশ সদস্যরা যখন অরাজকতা প্রতিহত করার চেষ্টা করেন, তখন তাদের সঙ্গে অসদাচরণ করা দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নতুন সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।

কমিশনার বলেন, আমার অফিসারদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আমরা সংঘাতে জড়াতে চাই না; আমরা সেবা দিতে চাই। আপনারা যদি একই ধরনের কার্যকলাপ চালান, তা সমাজে অস্থিরতা সৃষ্টি করবে।

বিজ্ঞাপন

শেখ সাজ্জাত আলী আরও বলেন, সম্প্রতি পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি জানিয়েছেন, আমার অফিসারের মনোবল ভাঙলে গোটা নিরাপত্তা ব্যবস্থা প্রভাবিত হয়। যারা ককটেল ছোড়া বা এ ধরনের দুর্বৃত্তায়নের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল ভাঙার চেষ্টা করছেন, তাদের কাছে অনুরোধ– এটি করবেন না।

কমিশনার বলেন, গণঅভ্যুত্থান ও সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ববোধের সঙ্গে সাধারণ মানুষও সম্মান ও সহযোগিতা দেখাবে বলে তিনি প্রত্যাশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও স্পষ্ট করেন, পুলিশের কর্মকাণ্ডে আইন মেনে চলা বাধ্যতামূলক এবং এটি কমিশনারের নির্দেশনা নয়, আইনেই নির্দেশিত।

উদ্বোধনকালে তিনি জানান, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলার জন্য ডিবির নতুন সাইবার সাপোর্ট সেন্টার গড়ে তোলা হয়েছে। এতে থাকবে আধুনিক প্রযুক্তিযুক্ত ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ ও ২৪ ঘণ্টার রেসপন্স টিম। নাগরিকরা ফেসবুক পেজ, ইমেইল ও অনলাইন চ্যানেলের মাধ্যমে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সময়ে অনলাইন জালিয়াতি, প্রতারণা, ডিজিটাল হয়রানি, মানহানি এবং অনলাইন গ্যাম্বেলিং জাতীয় অপরাধ মানুষের আর্থিক ও ব্যক্তিগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। তাই এই সেন্টার নারী ও কিশোরদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কার্যকর হবে।

তিনি আরও উল্লেখ করেন, নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করতে শুধু পুলিশের কাজ নয়, পরিবারের, শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমাজের সচেতনতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর কমিশনারের জোর।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD