ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২ ভবনের মাঝে পড়ে ছিল শিক্ষার্থীর মরদেহ

রাজধানীর আফতাবনগরে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর থেকে মুশফিকুজ্জামান (২২) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো একটি ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছেন। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা— সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে।
বিজ্ঞাপন
এদিকে ঘটনাটিকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব বাংলাদেশ (পুসাব) তাদের ফেসবুক পেজে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে প্রথমে মরদেহটি দেখতে পান শিক্ষার্থীরা। পরে তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
পুসাবের অনুসন্ধানে জানা গেছে, ওই শিক্ষার্থী বিকেল ৩টা ১০ মিনিটে ক্লাসে অংশ নিয়ে কোনো এক কারণে বের হয়ে যান। এর কিছু সময় পরই তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন








