গ্যাস সংকটে নাকাল রাজধানী, কারণ জানাল তিতাস

রাজধানীতে গ্যাসের সরবরাহ বিপর্যস্ত হওয়ার মূল কারণ হিসেবে বুড়িগঙ্গা নদীর তলদেশে মেরামতের সময় পাইপের ভেতরে পানি প্রবেশকে দায়ী করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই সমস্যার কারণে নগরবাসী রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজের জন্য তীব্র অসুবিধার মুখোমুখি হয়েছেন।
বিজ্ঞাপন
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক জরুরি বার্তায় জানায়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদীর তলদেশে একটি বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত পাইপটি মেরামত করা হলেও মেরামতকালীন প্রক্রিয়ায় পানি ঢুকে পড়ায় ঢাকা শহরের গ্যাস সরবরাহ কমে গেছে।
পাইপলাইনের এই জটিল পরিস্থিতির ফলে শহরে গ্যাসের স্বল্পচাপ তৈরি হয়েছে। এতে গাবতলী, মোহাম্মদপুর ও আশেপাশের এলাকার ব্যবহারকারীরা স্বাভাবিক চাপে গ্যাস না পাওয়ায় তীব্র ভোগান্তিতে পড়েছেন।
বিজ্ঞাপন
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে বুড়িগঙ্গা নদীর তলদেশে একটি জাহাজের নোঙরের আঘাতে পাইপলাইনে লিকেজ হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় আমিনবাজার ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন থেকে ঢাকামুখী ১২ ইঞ্চি ব্যাসের লাইনে ‘লিক রিপেয়ার ক্ল্যাম্প’ স্থাপন করা হয়।
বিজ্ঞাপন
তবে মেরামতের এই প্রক্রিয়ায় পাইপের ভেতরে পানি ঢুকে যাওয়ায় নতুন সংকট তৈরি হয়েছে। তিতাস জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দ্রুততম সময়ে স্বাভাবিক চাপে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।








