Logo

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাস্তুহারা দলের দোয়া ও মাহফিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬, ২০:০০
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাস্তুহারা দলের দোয়া ও মাহফিল
ছবি: সংগৃহীত

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল দোয়া ও মাহফিলের আয়োজন করেছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় মিরপুর পাইকপাড়া মনিরউদ্দিন মার্কেটের তৃতীয় তলায় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শুরুতেই কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী মোঃ শাজাহান, সাধারণ সম্পাদক শরীফ ফেরদৌস আলম তুহিন এবং অন্যান্য উচ্চপদস্থ নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, আমাদের রাজনৈতিক পথচলায় সাহস ও অনুপ্রেরণার উৎস ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তার অনুপস্থিতি আমাদের মধ্যে শূন্যতা তৈরি করেছে, তাই আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি এবং দেশের জনগণ ও নেতাকর্মীদের নিকটও এ দোয়ার আহ্বান জানাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ও রাষ্ট্রের দায়িত্বে প্রবর্তনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হলো।

দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুনু আক্তার, কার্যকারী সভাপতি কফিলউদ্দিন সরকার, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান আকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবুল, বাস্তহারা পুনর্বাসন সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ডিএমএ মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক আমেনা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোল্লা শহিদুল ইসলাম এবং গণসংযোগ বিষয়ক সম্পাদক মো: শফিউল আজম প্রমুখ।

বিজ্ঞাপন

মাহফিল শেষে সকল নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারীরা একযোগে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার রাজনৈতিক ও মানবিক অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD