শাহবাগে বিএমইউয়ে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের ‘এ’ ব্লকের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো ঘটনাস্থলের দিকে রওনা দেয়। সকাল ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয় এবং মাত্র ১২ মিনিটের ব্যবধানে, সকাল ১১টা ৩২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ভবনের ভেতরে কেউ আটকে পড়েননি বলেও নিশ্চিত করেছেন তিনি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।








