রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
32Shares

ছবি: সংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
এখনও পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
জেবি/এমএল








