Logo

দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ২০:৪৮
11Shares
দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৭টার পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে একজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

ওসি গোলাম ফারুক আরও জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য তৎপরভাবে কাজ চলছে। প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের নিরাপত্তা ও শহরের বিভিন্ন জায়গায় এই ঘটনার পর পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। বিস্ফোরণের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি একটি পরিকল্পিত হামলা হলেও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে দুদকের কর্মীরা ও নিরাপত্তা বাহিনী ভবিষ্যতে এমন ধরনের ঘটনা প্রতিরোধে সতর্ক রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD