Logo

রাজধানীর মুগদায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, ২১:২১
9Shares
রাজধানীর মুগদায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫
ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, প্রাইভেটকারসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশের একটি টিম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটের দিকে গ্রীন মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. জসিম (২৩), মো. বাবু ইসলাম (২৬), মো. জুম্মান আলী (২২), কাজী এহসান আহাম্মদ (৩০) ও মো. আল আমিন (২৪)।

বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মুগদা থানা পুলিশের একটি টহল দল গ্রীন মডেল টাউন এলাকায় একটি সন্দেহজনক প্রাইভেটকার দেখতে পায়। গাড়ির ভেতরে থাকা পাঁচ ব্যক্তির আচরণ ও কথাবার্তা পুলিশ সদস্যদের কাছে সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় কৌশলে দুই ব্যক্তিকে গাড়ি থেকে বের হয়ে পাশের বাউন্ডারি ওয়ালের কাছে কিছু ফেলতে দেখা যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আরেকটি টহল দলকে ঘটনাস্থলে ডাকা হয়। পরে ওয়ালের পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এরপর প্রাইভেটকারটি তল্লাশি করে বিশেষভাবে লুকানো একটি সুইচ গিয়ার চাকু, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৫ হাজার টাকা এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

ডিসি মিডিয়ার এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা সম্পন্ন খতিয়ে দেখা হচ্ছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

রাজধানীর মুগদায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫